Popular posts from this blog
এনআরসির সচেতনতা শিবিরে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন দলিত নেতা সুকৃতি রঞ্জন বিশ্বাস, নিন্দা বুদ্ধিজীবীদের
অল ইণ্ডিয়া মতুয়া মহাসংঘ’ এর হেড কোয়ার্টার ঠাকুর নগর ঠাকুর বাড়ির যে মিটিং এ সুকৃতি রঞ্জন বিশ্বাস সহ আরো অনেক মতুয়া, দলিত, আদিবাসী নেতাগন আক্রান্ত আক্রান্ত হয়েছেন বলে জানান সুকৃতি রঞ্জন বিশ্বাস। তিনি বলেন মিটিং শুরু হতেই আর এস এস বিজেপির বহিরাগত দুষ্কৃতীরা লাঠি লোহার রড ইত্যাদি নিয়ে হামলা শুরু করে। দলিত, আদিবাসী, নমশূদ্র ও মতুয়া সম্প্রদায়ের নেতারা আক্রান্ত হন। দলিত নেতা সুকৃতি রঞ্জন বিশ্বাসকে প্রচণ্ড মারধোর করা হয়। তিনি এখন চিকিৎসাধীন। ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ’ নাগরিকত্ব সংগ্রাম কমিটির চেয়ারম্যান মাননীয়া মমতা বালা ঠাকুরকেও হেনস্তার শিকার হতে হয়। উদ্বাস্তুদের নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে সেখানে আরো যারা উপস্থিতি ছিলেন শরদেন্দু বিশ্বাস, দিপু, ছোটন দাশ, ভানু সরকার, হর্ষবর্ধন চৌধুরী, দীপক মুক্তমনা প্রমুখ। মাওলানা আব্দুল মাতিন বলেন আর এস এস ও বিজেপির পোষা গুণ্ডাদের এই আক্রমণের ফলে দলিত, আদিবাসী, মতুয়া, নমশূদ্রদের নাগরিক আন্দোলন আরো জোরদার হবে এতে কোনো সন্দেহ নেই। বিশিষ্ট সাহিত্যিক মুহাম্মদ জীম নাওয়াজ এক পোষ্টে বলেন বাংলার দলিত আন্দোলনের লড়াকু নেতা মাননীয় সুকৃতিরঞ্জন বিশ্বাসের উপর...
আচমকা তমলুক জেলা হাসপাতাল পরিদর্শনে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, ধরলেন অনিয়ম
তমলুক জেলা হাসপাতালের অনিয়ম বন্ধ করতে পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে জরুরি বৈঠক ডাকার নির্দেশ দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার দুপুরে আচমকাই তমলুক জেলা হাসপাতাল পরিদর্শনে যান। হাসপাতালে সুপার, ডেপুটি সুপার কাউকেই দেখতে না পেয়ে সরাসরি হাসপাতালের ওয়ার্ডে যান। বেলা পৌনে একটা নাগাদ ওয়ার্ডে রোগীদের খাবার দিতে দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন করেন, “এতো দুপুরে কেন চিকিৎসারত রোগীদের খাবার দেওয়া হচ্ছে? ” দুপুর বারোটার মধ্যেই ওয়ার্ডের রোগীদের খাবার দেওয়ার নির্দেশ দিয়ে ওয়ার্ডে চিকিৎসারত রোগী ও তাদের সঙ্গে থাকা আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলেন। এরপর ওয়ার্ড মাস্টারের রুমে গিয়ে হাসপাতালের খাতাপত্র পরীক্ষা কর দেখেন। দুপুর পর্যন্ত সুপার, ডেপুটি সুপার উপস্থিত নেই কেন জানতে চান। হাসপাতালের ডিউটিরত নার্সরা জানান, গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার রাজ্য সরকারের ছুটি থাকায় ওঁরা আসেননি। এর পরেই ক্ষোভে ফেটে পরেন মন্ত্রী শুভেন্দু অধিকারী, বলেন,”এটা জেলা হাসপাতালে না সেই এমওএইচ অফিস?” এর পরেই পরিবহন মন্ত্রী ও জেলা রোগী কল্যাণ সমিতির সভাপতি শুভেন্দু অ...
Comments
Post a Comment