Popular posts from this blog
ভারতীয় ক্রিকেট টিম বিশ্বকাপ ২০১৯ জিততে পারেনি, তবে এখন টিম ইন্ডিয়ার লক্ষ্য ২০২০টি -২০ বিশ্বকাপ জেতার
ভারতীয় ক্রিকেট টিম বিশ্বকাপ ২০১৯ জিততে পারেনি, তবে এখন টিম ইন্ডিয়ার লক্ষ্য ২০২০টি -২০ বিশ্বকাপ জেতার । আর তার জন্য ভারতীয় টিম জোরকদমে প্রস্তুতি শুরু করেছে। বিরাট কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া এমন একটি টিম যা ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপের বিজয়ী করে তুলতে পারে।আর তাই আগামী বিশ্বকাপের আগে ভালো উইকেটরক্ষকের সন্ধান করছে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়া কোন উইকেটরক্ষকের সঙ্গে যাবে। এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। টিম ম্যানেজমেন্ট ক্রমাগত ঋষভ পন্থকে সুযোগ দিচ্ছে, কিন্তু সে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না। ঋষভ পন্থ বিশ্বকাপ ২০১৯ সালে ফ্লপ হয়েছেন। এর পরে ওয়েস্ট ইন্ডিজের সব ফরম্যাটে তাঁরপার্ফমেন্স খুব খারাপ ছিল। ঋষভ পন্থ দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ফ্লপ হিসাবে প্রমাণিত হন। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তিনি মাত্র ৪ রানে আউট হয়েছিলেন। অন্যদিকে, তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৯ রানের স্কোর করে আউট হয়েছিলেন। এই খারাপ পারফরম্যান্সের পরে তাকে ভারতীয় টিম থেকে বাদ দেওয়ার দাবি দ্রুত বাড়ছে। ঋষভ পন্থ নিয়মিত ফ্লপ হিসাবে প্রমাণিত হচ্ছেন। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির ভাবমূর্তি
সবাই যখন পুজো উদ্বোধনে ব্যাস্ত, নলহাটী বিধায়ক মঈনুউদ্দিন সামস্ তখন বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ালেন
কলকাতা, বীরভূম: টানা পাঁচদিনের বৃষ্টিতে বীরভুমের বহু এলাকায় প্লাবিত হয়েছে। খুব বেশী ক্ষয়ক্ষতি না হলেও জেলার বিভিন্ন প্রান্তে জলমগ্ন হয়ে বহু মানুষের সমস্যা তৈরি হয়েছে। প্রশাসনিক স্তরে সব রকম সাহায্য করা হয়েছে। আজ সকাল থেকে আবারো শুরু হয়েছে বৃষ্টি। এদিকে শুরু হয়েছে পুজো, বেশিরভাগ পুজোর উদ্বোধন আজ। সবাই ব্যাস্ত পুজো নিয়ে কিন্তু নলহাটী বিধায়ক মঈনুউদ্দিন শামস দিনরাত্রি এক করে তাঁর এলাকায় প্লাবিত হয়ে যাওয়া গ্রাম গুলো ঘুরছেন, মানুষের সুবিধা অসুবিধার কথা শুনছেন প্রয়োজনীয় জামা কাপড় দিচ্ছেন। ব্রহ্মানী নদীর বাঁধ ভেঙে তাঁর এলাকায় বেশ কয়েকটি গ্রামে জল ঢুকে যাওয়ায়, এলাকার মানুষ এখনো দুর্ভোগে রয়েছেন বলে খবর। তাদের সবরকম সহযোগীতার জন্য বিধায়ক মঈনুউদ্দিন শামস স্বপরিবারে গ্রামে গ্রামে ঘুরছেন রাত্রি ও বাস করছেন। এ ব্যাপারে বিধায়ক জানান যাদের ভোটে জয়ী হতে পেরেছি তাদের বিপদে আমাকে পাশে থাকতেই হবে। নলহাটী এলাকার মানুষ এর আগেও আমার বাবা স্বর্গীয় কলিমুদ্দিন শামস প্রাক্তন খাদ্যমন্ত্রীকে (বামফ্রন্ট) ভোটে জিতিয়ে ছিলেন। আমাকেও তারা আশীর্বাদ করেছেন। আমিও সব সময় সুখে দুঃখে তাদের পাশে আছি থাকবো।
Comments
Post a Comment