আজ থেকে সমগ্র রাজ্য জুড়ে পেনডাউন করে বসেন উল্লেখযোগ্য দাবী নিয়ে

আজ থেকে সমগ্র রাজ্য জুড়ে ৫ দিনের কর্মবিরতি পালন করছেন গ্রামোন্নয়ন বিভাগের ঠিকাভিত্তিক কর্মচারীরা। আজ রাজ্যের প্রতিটি ব্লক কার্যালয়ে কর্মীরা পেনডাউন করে বসেন তিনটি উল্লেখযোগ্য দাবী নিয়ে


1)চাকুরী সুনিশ্চিত করা এবং সঙ্গে নিয়মিত করা ।
2)চাকুরী নিয়মিত না হওয়া পর্যন্ত নিয়মিত কর্মচারীর সমাহারে বেতন (গ্রেড-পে, স্কেল-পে) প্রদান করা।
3)নিয়মিত কর্মচারীর ন্যায় সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করা।
উল্লেখযোগ্য যে গ্রামোন্নয়ন বিভাগে সর্বমোট ৮৬০০ কর্মী দীর্ঘ ১২ বছর ধরে নূন্যতম বেতন পেয়ে কাজ করে যাচ্ছেন, বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প যেমন প্রধানমন্ত্রী আওয়াস যোজনা, MGNREGA, 14th Finance ইত্যাদির মত প্রকল্প সঠিক ভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন এই নূন্যতম বেতনে।

Comments

Popular posts from this blog

ভারতীয় ক্রিকেট টিম বিশ্বকাপ ২০১৯ জিততে পারেনি, তবে এখন টিম ইন্ডিয়ার লক্ষ্য ২০২০টি -২০ বিশ্বকাপ জেতার

সবাই যখন পুজো উদ্বোধনে ব্যাস্ত, নলহাটী বিধায়ক মঈনুউদ্দিন সামস্ তখন বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ালেন